Latest News:

KEDAR INFO SERVICE (PRIVATE COMPUTER TRAINING, SERVICE, MOBILE REPAIR TRAINING, VIDEO MIXING TRAINING, ONLINE MOBILE-DTH RECHARGE (ALL INDIA) *** Mobile : 9647225226 ***** Contact For : Blog-Website Design and "ADVERTISE"

Welcome to

Welcome to
WELCOME to All My Blog Visitors!!! এই ব্লগ দেখার সময় সাউন্ড সিস্টেম অন করুন.. এই ব্লগ দেখতে দেখতে আপনারা বাংলা এফ রেডিও চ্যানেল থেকে সরাসরি গান শুনতে পাবেন.... ব্লগ ডিজাইন ও বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন.... ভিডিও এডিটিং সফ্টওয়্যার (পিনাকেল, এডোব প্রিমিয়ার ও এডিয়াস ডঙ্গল) আপনার প্রয়োজন............ মোবাইল-ডিটিএইচ রিচার্জ এজেন্সী নিতে চান........ এস্ট্রোলজি সফ্টওয়্যার (কোষ্ঠী বিচার) আপনার প্রয়োজন... এছাড়া কম্পিউটার সফ্টওয়্যার-কম্পিউটার টিপস..রোজগার বিষয়ক তথ্য জানতে আমাকে ই-মেল করুন... সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।সবার প্রতিটি দিন ভাল মত কাটুক এই কামনা করি

Tuesday 18 November 2014

সার্চ ইন্জিন অপটিমাইজেশন! এসইও মানে কি??

এসইও মানে সার্চ ইন্জিন অপটিমাইজেশন। বর্তমান বিশ্বের বেশিরভাগ মানুষ তার প্রয়োজনীয় তথ্য খুজে পেতে গুগলে সার্চ করে। গুগল তখন তার সার্চ রেজাল্ট পেজে অনেকগুলো সাইটের ফলাফল প্রদর্শন করে। কোনটি প্রথমে কোন ওয়েবসাইটের নাম হয়ত প্রদর্শন করে ২নং পেজে। যেটি প্রথমে দেখা যাচ্ছে সেটি প্রথমে দেখাচ্ছে কারন সেটিকে এসইও করা হয়েছে। কোন ওয়েবসাইটকে সার্চের প্রথমে প্রদর্শন করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয়, সেটিকে এসইও বলে।

সার্চ ইঞ্জিন কি?

Google, Yahoo, Bing ইত্যাদি হচ্ছে সার্চ ইঞ্জিন। এর মধ্যে গুগল সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন এর মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিনকে কোন বিষয়ের উপর তথ্য জানতে চাইলে সে আপনাকে সেই অনুযায়ী সম্ভাব্য সবচেয়ে ভালো সাইট গুলা আপনার কাছে দেখাবে।

What Does SEO Mean এসইও মানে কি?? সার্চ ইন্জিন অপটিমাইজেশন!!!
সার্চ ইন্জিন অপটিমাইজেশন  করার জন্য কি কি দরকার ?
১. ডোমেইন নেম নির্বাচন
২. ভাল এবং ফাস্ট একটি ওয়েব সার্ভার
৩. সঠিক ভাবে ওয়েব সাইটের মেটা ট্যাগিং
৪. SEO Friendly URL
৫. কিছু প্রয়োজনীয় ট্যাগ ও টিপস
৬. সঠিক কোডিং

সার্চ ইন্জিন অপটিমাইজেশন কে সাধারণত ২ভাগে ভাগ করা হয়:

১.অন পেজ (যেটা সাইটের ভিতরেই করা হয় যেমন টাইটেল ট্যাগ,কনটেন্ট,কিওয়ার্ড ইত্যাদি প্রাসঙ্গিক হওয়া )
২.অফ পেজ (যেটা সাইটের বাইরে করা হয় যেমন ব্লগ,ফোরাম পোস্টিং)

‘প্রোডাক্ট লিস্টিং অ্যাড’ বিজ্ঞাপন দুনিয়ায় গুগল এর নতুন আরেকটি সেবা আসছে

নিত্যনতুন সব উদ্ভাবনী কৌশল আর ভাবনার ছন্দে ভোক্তাদের মাতিয়ে রাখতে গুগল সর্বদাই মুখর। এবারে তাই বিজ্ঞাপন দুনিয়ায় ‘লিস্টিং অ্যাড’ সেবার জানান দিল গুগল। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে। এখন থেকে গুগল সার্চেই মিলবে একই ঘরানার পণ্যের হাজারো ব্র্যান্ড আর দামের খোঁজখবর। একে গুগল ‘প্রোডাক্ট লিস্টিং অ্যাড’ বলছে। এখানে পণ্যের ছবি, দাম আর ব্র্যান্ডের বৈশিষ্ট্য তথ্যচিত্র আকারে তুলে ধরা হবে।
এ সেবা শুধু অনলাইনে নয়, বরং অফলাইনেও পাওয়া যাবে। গুগল দিয়েই এখন মিলবে পণ্যের অজানা আর প্রয়োজনীয় সব তথ্য। এমনকি দামটাও যাচাই করা যাবে চটজলদি। তবে এ সেবা প্রথমে চালু করা হচ্ছে ভারতের গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের জন্য। নতুন ধরনের এ পণ্যভিত্তিক সার্চ সুবিধার মাধ্যমে শুধু ব্র্যান্ড নয়, অনলাইন সংবাদমাধ্যমগুলোও বিজ্ঞাপনে নতুন বাজার খুঁজে পাবে। আর তাতে অনলাইন পণ্য ক্রেতাদের শতভাগ সন্তুষ্টি অর্জন করে যাচাই-বাছাইয়ের ঝুটঝামেলাই থাকবে না।
এরই মধ্যে ভারতের আগ্রহীরা ক্রেতারা (Google.co.in) সাইটে গিয়ে পছন্দের পণ্য খোঁজার সুবিধা উপভোগ করতে পারবেন। শুরু স্বল্প পরিসরে থাকলেও অচিরেই এ সেবার পরিসর বাড়ানো হবে। দেশভিত্তিক গুগল সার্চের ডানদিকে ‘স্পন্সরড’ নামে এ বিশেষ বিজ্ঞাপনী লিঙ্ক দৃশ্যমান হবে।
এতে বিজ্ঞাপনের বাজারে অনলাইনের দৌরাত্ব আরও অনেক গুন বেড়ে যাবে। আর তাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে গুগল। এতে পরোক্ষভাবে অনলাইন সংবাদমাধ্যমগুলোর বিজ্ঞাপন প্রচার ও প্রসারের সুযোগ তৈরি হবে। কারণ গুগলে বিজ্ঞাপিত পণ্যের অ্যাড যদি কোনো অনলাইন সংবাদমাধ্যমে দেওয়া হয়, তাহলে ওই সাইটও সার্চ ইঞ্জিনের আওতায় চলে আসবে।
এতে বিশ্বব্যাপী, দেশভিত্তিক এবং সাইটনির্ভর সার্চ ইজ্ঞিনে অপটিমাইজেশনের (এসইও) ব্যাপক চাহিদা এবং কর্মীর প্রয়োজন তৈরি হবে। ফলে অনলাইন বিজ্ঞাপনে নতুন ধারা আনছে গুগল। নব্য ধারণার এ সার্চ সুবিধার মাধ্যমে বিজ্ঞাপনদাতা এবং ক্রেতার মধ্যে সুসম্পর্ক এবং বিপণন প্রক্রিয়া গতিশীল হবে বলে। এমনটাই বলছেন বাজার গবেষকেরা। সার্চ দিয়ে এখানে শুধু পণ্যের ছবি নয়, বরং একটি নির্দিষ্ট তালিকার আদলে প্রতিটি পণ্য সম্পর্কে সুবিস্তারিত তথ্য পাওয়া যাবে।
ফলে অনলাইননির্ভর গণমাধ্যমগুলোতে বিজ্ঞাপনের নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। যদিও এর নেতৃত্ব দেবে গুগল। কিন্তু সুফলটা ভোগ করবে পুরো অনলাইন গণমাধ্যমও। আর এ উদ্যোগ অনলাইন সংবাদমাধ্যমগুলোর জন্য দারুণ এক বিজ্ঞাপনের বাজার তৈরি করছে গুগল।

Monday 17 November 2014

এক নজরে অ্যাডসেন্সের নিয়মগুলো দেখি

আমরা অনেকই বিভিন্ন বিজ্ঞাপণ সাইট হতে ইনকাম করে থাকি। তারমধ্য অন্যতম হচ্ছে গুগল। গুগল অ্যাডসেন্স হতে অনেকই আয় করছেন, অপরদিকে অনেকেই ব্যান খেয়েছেন। আসলে গুগল অ্যাডসেন্স পাওয়া যেরকম কষ্টকর, তার থেকে বেশী কষ্টকর হল যদি গুগল অ্যাডসেন্স ব্যান হয়ে যায় তখন কেমন লাগে বলুন তো! এমন অনেকেই আছেন যারা অ্যাডসেন্স ব্যান হয়েছে। অবশ্য অআমারও গুগল অ্যাডসেন্স ছিল কিন্তু তাদের বেশ কিছু শর্ত না মানাতে আরমারটিও ব্যান হয়েছে। এখন নতুন করে চেষ্টা করতে হচ্ছে একাউন্টটি সচল করার কিংবা নতুনভাবে অ্যাডসেন্সে কাজ করবার। তাই মনে করলাম যেহেতু নিজে ধরা খেয়েছি, এই বিষয়ে অপরকেও জানানো দরকার তাই আজকের এই টিপসটি তাদের জন্য যারা গুগল নিয়ে কাজ করছেন কিংবা করবেন। 

তাহলে এক নজরে অ্যাডসেন্সের নিয়মগুলো দেখি:
গুগল আসলে কি চায়? গুগল কনটেন্ট ভালবাসে। কনটেন্ট বলতে এখানে শুধুমাত্র লেখাকে বুঝাচ্ছি – ছবি, গান, ভিডিও – এসবের কোনোটারই মূল্য নাই গুগলের কাছে। আপনি কখনই গুগল থেকে ভিজিটর পাবেন না যদি না আপনার ওয়েবসাইট উচ্চমানের কনটেন্ট থাকে – নিজের কনটেন্ট লিখুন … কপি পেষ্ট কনটেন্ট দিয়ে চলবে না। বানান ভূল থেকে বিরত থাকুন, অহেতুক keyword ব্যবহার করবেন না ইত্যাদি ইত্যাদি। নিচের কয়েকটি কারনে গুগলের একাউন্ট ব্যান হতে পারে কিংবা পরিশ্রম অনুযায়ী আয় থেকে বঞ্চিত হচ্ছেন।
আমরা সবাই কম-বেশি ইন্টারনেটে টাকা কামাতে আগ্রহী। আর তাই আমাদের প্রথম টার্গেট গুগল এডসেন্স। কোনোমতে একটা ব্লগ কিংবা ওয়েবসাইট খুলে তিন চারটা এ্যাড বসিয়ে টাকার জন্য অপেক্ষা করতে থাকি। কিংবা টাকা কামানোর স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তারপর এক সময় ভূল পদক্ষেপ নিতে থাকি কিংবা এডসেন্স ছেড়ে অন্য ওয়েবসাইটের পথ ধরি।
  1. শুধুমাত্র সার্চ ইঞ্জিনের জন্য ব্লগ বানালে চলবে না, কারন সার্চ ইঞ্জিন বড়জোর পাঠককে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে কিংবা ক্লিক কিন্তু পাঠকই করবে। তাই লেখার সময় পাঠক এবং সার্চ ইঞ্জিন দু’টোকেই মনে রাখুন। পাঠক যাতে পড়ে স্বাচ্ছন্দ্য পায়, তাই পয়েন্ট আকারে, প্রয়োজনে ছবি দিয়ে ব্লগ পোষ্ট করুন।
  2. শুধুমাত্র টাকা কামানোর উদ্দেশ্য থেকে ব্লগ বানানো থেকে বিরত থাকুন।
  3. High Paying Keyword Niche টার্গেট করে ব্লগ বানিয়েছেন, কিন্তু সে অনুযায়ী ব্লগে কনটেন্ট নাই।
  4. অনলাইনে টাকা কামানো সহজ কাজ, এই ভেবে ব্লগ বানিয়েছেন আর ভেবেছেন – পাঠক হুড়োহুড়ি করে আপনার ওয়েবসাইটে আসবে আর ক্লিক করা শুরু করবে।
  5. নিজে নিজে বুদ্ধি করে একটা একটা করে ক্লিক করেন কিংবা অন্যকে ক্লিক করতে উৎসাহিত করেন।
  6. পড়তে অসুবিধা হয় এমন উৎকট ডিজাইন, অপ্রয়োজনীয় ছবি, শব্দ, widgets ব্যবহার করেছেন।
  7. এডসেন্স ব্যবহার করছেন, কিন্তু এডসেন্সের Channel ব্যবহার করছেন না। তাই কোন এ্যাড থেকে কয় টাকা কামাচ্ছেন, তা বুঝতে পারছেন না।
  8. গুগলের নিয়মকানুন কখনো পড়েননি – যেকোন সাইটেই এডসেন্স ব্যবহার করছেন।
  9. এমন কোনো পাতায় এ্যাড বসিয়েছেন, যেখানে কোনো কনটেন্টই নাই।
  10. একটির বেশি সচল এডসেন্স একাউন্ট খোলার চেষ্টা করছেন।
  11. অন্যদের CTR, Impressions, eCPM ইত্যাদি বলে দিয়েছেন।
  12. ছবির সাথেই গুগলের এ্যাড বসিয়েছেন – ভুলেও ছবির গা ঘেষে এ্যাড বসাবেন না।
  13. অহেতুক এ্যাডের কোড পরিবর্তের চেষ্টা করবেন না। যদি পরিবর্তন করতেই হয়, তাহলে এডসেন্স একাউন্ট থেকেই পরিবর্তন করুন।
  14. এমন টপিক নিয়ে ব্লগ বানিয়েছেন, যার Cost Per Click (CPC) খুবই কম। তাই আপনার আয়ও কম।
  15. যারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করবেন, তাদের পেইড ডোমেইন হলে ভালো হয়। তবে ফ্রিভাবে গুগল ব্লগারকে সাপোর্ট করে। এখানে আপনার সাইটের বয়স ৬ মাসের বেশী হতে হবে। প্রায় ইউনিক ভূক্ত ২০ টির বেশী পোস্ট থাকতে হবে (কোন কাট, কপি, চুরী করা পোস্ট চলবে না)
  16. অনেক সময় দেখা যায় সাইটে প্রাথমিকভাবে ১০০০ ভিজিটর রয়েছে কিন্তু ৪/৫ মাস পর যদি ভিজিটর র‌্যাংক ৭০০ জনে নেমে আসে তাহলে অ্যাডসেন্স ব্যাণ হবার সম্ভাবনা থাকে। কারন গুগল বিনা কারনে আপনাকে অ্যাডসেন্স ব্যবহার করতে দিবেনা বা অ্যাড হতে বিরত থাকবে। সুতরাং ভিজিটর প্রতিনিয়ত ১০০০ জনে থাকতে হবে।

কি কি ভাষা গুগুল এডসেন্স সাপোর্ট করে ?

গুগুল এডসেন্স হচ্ছে গুগল কতৃর্ক পরিচালিত এডভারটাইজিং প্রোগ্রাম। যা পাবলিশারদের (ওয়েবমাষ্টার) সাইটে টেক্সট, ইমেজ, ভিডিও ও বিভিন্ন ধরণের (interactive media advertisements)এডভারটিজমেন্ট সার্ভ করে। গুগুল এডসেন্স সব
আজকে আমরা জানবো, গুগুল মামা কর্তৃক পরিচালিত গুগুল এডসেন্স প্রোগ্রাম কি কি ভাষা সাপোর্ট করে? নিচের প্রদত্ত লিষ্টে লক্ষ্য করুন। বর্তমানে গুগুল এডসেন্স প্রোগ্রাম ৩৬ টি ভাষা সাপোর্ট করে। (adsense)
বি:দ্র: গুগুল এডসেন্স এর জন্য আবেদনের সময় প্রাইমারি ল্যাংগুয়েজ সিলেক্ট করতে হবে। যদি আপনার আবেদন গুগুল টিম গ্রহণ করে, তাহলে এড সার্ভ করতে পারবেন, এছাড়া multiple supported languages বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবেন। তবে একটা বিষয় সব সময় মনে রাখবেন, unsupported language এ এড প্রদর্শন করলে ব্যান খাওয়ার সম্ভবনা ১০০%.
সময় টার্গেটেড এড প্রদান করে থাকে। এটি একটি পে-পার ক্লিক প্রোগ্রাম।
^